Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাদা, দানাদার ও পরপক্ক লবণ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ
বিস্তারিত

 রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে গোমাতলী লবণ কেন্দ্রের মাঠে অনুষ্টিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বিসিক কক্সবাজারের উপ মহা ব্যবস্থাপক মুহাম্মদ হাফিজুর রহমান।

লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বিসিক কক্সবাজারের আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন পরিদর্শক মোঃ ইদ্রিস আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লবণ চাষী মৌলানা সুলতান।

প্রধান রনজিব বড়ুয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিক উন্নয়ন ও সম্প্রসারন পরিচালক ঢাকা( যুগ্ন সচিব) মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক সম্প্রসারন কর্মকর্তা বিশিষ্ট লবণ গবেষক শামীম আলম ও মনজুর আলম প্রমুখ।

বিসিক কক্সবাজার উপ মহা ব্যবস্থাপক মুহাম্মদ হাফিজুর রহমান প্রশিক্ষনে লবণ চাষীদের সাদা দানাদার পরিপক্ষ লবণ উৎপাদন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিসিক কর্তৃক উদ্ভাবিত পলিথিন পদ্ধতির লবণ উৎপাদন করতে হলে বিসিক লবণ প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে প্রদর্শিত পদ্ধতিতে সাদা দানাদার ও পরিপক্ষ লবণ উৎপাদন করা সম্ভব। তাহলে লবণের গুনগতমান উন্নয়নের মাধ্যমে চাষীরা আর্থিকভাবে লাভবান হবে।

বিসিক উন্নয়ন ও সম্প্রসারন পরিচালক ঢাকা ( যুগ্ন সচিব) মোঃ খলিলুর রহমান বলেন, কালো লবণ উৎপাদনে লবণ মাঠ ক্ষয়প্রাপ্ত হয়। লবণের সাথে মিশ্রিত কাদা দ্বারা মিল এলাকার নদ নদী ভরাট হয়ে যাচ্ছে। যা পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। কালো লবণে মাটি বালি ও শামুকের কনাসহ ক্ষতিকর পদার্থ মিশ্রিত থাকায় মানসম্মত আয়োডিন যুক্ত লবণ তৈরী করা সম্ভব নয় বিধায় লবণ মিলাররা কালো লবণ ক্রয় করেনা। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিসিকের পরামর্শক্রমে বিসিক উদ্ভাবিত পলিথিন পদ্ধতিতে মানসম্মত সাদা দানাদার ও পরিপক্ষ লবণ উৎপাদনের মাধ্যমে দেশের লবণ চাহিদা পুরণ করে লবণ আমদানী বন্ধ করার জন্য লবণ চাষীদের তিনি আহ্বান জানান।

প্রশিক্ষণে প্রায় অর্ধশতাধিক লবণ চাষীসহ গোমাতলী লবণ কেন্দ্রের প্রহরী নিজাম উদ্দীন উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/03/2020
আর্কাইভ তারিখ
30/04/2020