লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর মাঠ পর্যায়েরএকটি স্বতন্ত্র সেবা মূলক প্রতিষ্ঠান। এই কার্যালয়ের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জনগোষ্টির আত্মকর্মসংস্থান এবং দেশে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিসিক বিগত ১৯৬০ সাল হতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী এলাকায় কাজ করে আসছে। লবণ শিল্প দেশের সর্ববৃহৎ শ্রম নিবিড় কুটির শিল্প। লবণ উৎপাদন থেকে মিল পর্যায়ে প্যাকেটজাত হওয়া পর্যন্ত এ শিল্পের সংগে প্রায় ০৫(পাঁচ) লক্ষ লোক জড়িত এবং তাদের উপর প্রায় ২৫(পচিঁশ) লক্ষ লোক নির্ভরশীল। জাতীয় অর্থনীতিতে এ শিল্প প্রতি বছর ১২০০ হতে ১৫০০ কোটি টাকার অবদান রাখে,যা ফিনিশড গুডস হিসেবে প্রতিক্রয়াজাত হয়ে ৩০০০-৩৫০০ কোটি টাকায় দাঁড়ায়। ১৯৬০ সালে তৎকালীন ইপসিক বর্তমান বিসিক সর্বপ্রথম উপকূলীয় অঞ্চলের মাত্র ৬০০০ একর জমি নিয়ে সৌরতাপ পদ্ধতিতে লবণ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে কার্যক্রম শুরু করে যা ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে ৬৬,৪২৪ একর জমিতে দেশের ৬২ বছরের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ২২.৩৩ লক্ষ মে:টন লবণ উৎপাদন করা সম্ভব হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস